
এ ব্যাপারে জানতে চাইলে জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার একলাসপুরে অভিযানে নামে পুলিশ। চৌমুহনী-মাইজদী সড়কের একলাসপুরে বসানো হয় তল্লাশি চৌকি। আর সেখানেই ধরা পড়েন পিকআপে করে আসা তিন ব্যক্তি।
তিনি আরো বলেন, তারা মাইজদীর দিক থেকে আসছিলেন। ১২ হাজার ইয়াবা, এক লাখ সাত হাজার টাকা ও পিকআপসহ পুলিশ তাদের আটক করেছে। আটক আমির হোসেন কক্সবাজার থেকে নোয়াখালীতে নিয়মিত মাদক সরবরাহ করছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জসিম উদ্দীন
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন