
নিলুফা বেগম বানারীপাড়া উপজেলার বেতাল আহমাদাবাদ গ্রামের শাহীনের স্ত্রী। তার বাপের বাড়ি সদর উপজেলার চরকাউয়া গ্রামে। দুই মাস আগে শাহীনের সঙ্গে তার বিয়ে হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুক উল ইসলাম জানান, গৃহবধূর লাশের সুরাতহাল রিপোট অনুযায়ী তার গলায় ফাঁসের চিহৃ রয়েছে। তবে তিনি নিজে গলায় ফাঁস দেননি তা নিশ্চিত হওয়া গেছে। কেননা পরিত্যক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। এ কারণেই নববধূর স্বামী শাহীন, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ ও ননদের স্বামীকে আটক করা হয়েছে। রাতভর তাদের জিজ্ঞাবাদ করা হয়েছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।
নিলুফার বড় ভাই মো. হারুন অর রশিদ জানান, শুক্রবার দুপুরে নিলুফা কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি থেকে তার বোনের বাড়ি উপজেলার বাকপুর গ্রামে যায়। বিকালে সেখান থেকে শ্বশুর বাড়ি উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু সেখানে ফেরা হয়নি নিলুফার।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন