
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে ওই এলাকার একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই ছয় দোকানসহ শতাধিক বসতঘর পুড়ে যায়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ৫০ দমকলকর্মী প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বুধবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু তার আগেই দোকানসহ শতাধিক বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন