
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সাতপাকিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় জাল টাকা লেনদেনের করাকালে পুলিশ মো. আলমকে গ্রেপ্তার করে। পুলিশ আলমের নিকট থেকে ৫০০ টাকা মূল্যমানের ৯টি জাল নোট জব্দ করে।
সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান সাংবাদিকদের বলেন, আলম জাল টাকা চক্রের একজন সক্রিয় সদস্য এবং এ ঘটনায় সদর থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করেছেন।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন