
সবথেকে প্রধান কারণ হিসেবে মনে করা হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে চুল ছোট থাকলে তা দেখাশোনা করার জন্য বেশি সময় দিতে হয় না৷ অনেকের মতে, চিরুণির ব্যবহারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ সেনা জওয়ানদের দায়িত্বে রয়েছে৷
আবার ছোট চুল হলে কাওকে আলাদা করে চেনার বিষয় থাকে না৷ সবাই সমান, সেই অর্থও তুলে ধরার চেষ্টা করা হয় বলে মত অনেকের৷ বৃষ্টিতে হোক বা নদীতে নেমে কাজ হোক, ছোট চুল হলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায়৷
অপারেশনের সময় জওয়ানদের অনেকসময় হেলমেট পরতে দেওয়া হয়৷ বড় চুল থাকলে সেই হেলমেট পরা অসম্ভব হয়ে যায়৷ অনেকে আবার মনে করেন, ছোট চুল হওয়ায় হাওয়া চলাচল ভালো হয়, যার কারণে উত্তপ্ত পরিবেশেও মাথা ঠান্ডা রেখে তারা কাজ করতে পারে৷ চুল রাখা নিয়ে নানা বিশ্লেষণ দিয়ে থাকে অনেকেই৷ তবে অনেকে এত কিছু ভাবনা চিন্তা না করে চুল ছোট রাখে, যাতে স্মার্ট এবং শার্প দেখতে লাগে।-কলকাতাটোয়েন্টিফোর
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন