
বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপির অনশন কর্মসূচিতে তিনি এ বক্তব্য রাখেন। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সোহেলকে আটক করা হয় বলে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিএনপির এ অভিযোগ অস্বীকার করে বলে আসছিলেন, সোহেলকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করেনি।
এরপর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া রায় শুনতে আদালতে যাওয়ার পথে মগবাজার এলাকা থেকে হঠাৎ করে বিএনপি প্রধানের গাড়িবহরের সামনে আবির্ভূত হন সোহেল। এরপর আবার লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। এ নিয়ে পরে রিজভী সংবাদ সম্মেলনে স্বীকার করেন, সোহেল তার মতো আছেন।
কয়েকদিন পর বুধবার আবার জনসম্মুখে এলেন বিএনপির এই যুগ্ম-মহাসচিব। এ নিয়ে অনশন কর্মসূচিতে থাকা বিএনপির অনেক নেতাকর্মীও বিস্মিত হন।
বক্তৃতা শেষে দ্রুত প্রেসক্লাব থেকে বের হয়ে যান সোহেল। এ সময় তাকে আটক করতে তৎপর দেখা যায় সাদা পোশাকের ডিবি পুলিশকে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন