
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে র্যালির মধ্যে দিয়ে সংগঠনটি এ কর্মসূচি শুরু করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পড়ে থাকা আবর্জনা পরিস্কার করে। কর্মসূচির ব্যাপারে সংঠনটির সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আলম বলেন, ‘মানুষের ভালবাসা হওয়া উচিত পরিবেশের প্রতি।
সুস্থভাবে বাঁচার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ। পরিবেশকে সুন্দর রাখতে আমাদেরই ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য, ১৯৯৮ সালে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কয়েকজন তরুণ সংঠনটি প্রতিষ্ঠা করেন। যাত্রার পর থেকে তারা সমাজ সচেতনতামূলক কাজের পাশাপাশি নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকা- পালন করে আসছে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন