
পতাকা উত্তোলন দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন-সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও সংগীত পরিবেশন করা হবে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন