
শ্রীদেবীর শরীরের অংশ যেখানে ভাসানোর সিদ্ধান্ত নিলেন বনি:- অন্ত্যেষ্টি প্রক্রিয়া সম্পন্ন হলেও, বনি কপূর এখনও স্ত্রীর মৃত্যুতে বিহ্বল। পিটিআই সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ে রামেশ্বরমের সমুদ্রে শ্রীদেবীর অস্থি বিসর্জন দেওয়ার জন্য শুক্রবারই রওনা দেন বনি। শনিবারই অস্থি বিসর্জন প্রক্রিয়া হবে বলে জানা গিয়েছে।
স্ত্রীকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় বনি কপূর লেখেন, ‘‘তোমাকে ছাড়া আমার জীবন আর আগের মতো থাকবে না।’’ তিনি আরও লেখেন, ‘‘বিশ্বের কাছে ও ছিল অসাধারণ একজন অভিনেত্রী। কিন্তু আমার কাছে ও ছিল আমার ভালবাসা, আমার বন্ধু, আমার সন্তানদের মা ও আমার সঙ্গী। আমাদের মেয়েদের কাছে ও-ই সবকিছু ছিল। ও-ই জীবন ছিল। ওকে ঘিরেই আমাদের পরিবারের জীবন চলত।’’
শ্রীদেবী আজ বনি কপূর, জাহ্নবী ও খুশির জীবনে অতীত। শুধু পর্দায় নয়, পরিবারেও যে তিনি সমান ভাবে ছাপ ফেলেছিলেন তা স্পষ্ট বনি কপূরের কথাতেই। সেই উজ্জ্বল তারকা খসে পড়ায় এখন শুধুই শূন্যতা এক স্ত্রী-হারা পুরুষ ও দুই মাতৃহারা সন্তানের জীবনে। -এবেলা
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন