
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে এই আগুন লাগে। রোববার সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, আগুনে পুড়ে ঘটনাস্থলেই চারজন মারা যায়। তাদের মধ্যে দুজন শিশু। তারা ঘুমন্ত অবস্থায় ছিল।
পুলিশ জানায়, আগুনে দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন