
ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানে।
স্বজনদের বরাত দিয়ে জিনিউজ জানায়,বর্ধমানের অন্নপূর্ণা নার্সিংহোম কর্তৃপক্ষ প্রথমে অরিজিতকে রিলিজ দিতে চায়নি। পরিবার চাপাচাপি করায় শেষ পর্যন্ত রিলিজ দেয়। তবে কলকাতা নেয়ার জন্য অ্যাম্বুল্যান্স ঠিক করে দেয় অন্নপূর্ণা নার্সিংহোমই।
পথে পরিচর্যার জন্য সঙ্গে একজন ‘ডাক্তার’ও দিয়ে দেয় তারা। অ্যাম্বুল্যান্স ভাড়া ও ডাক্তারের ফি বাবদ ধার্য করা হয় ১৬ হাজার টাকা। এর মধ্যে ৮ হাজার টাকা শুধু পথে সেই ডাক্তারের খরচ।
পরে জানা গেল, সেই ডাক্তার ভুয়া। ডাক্তার সেজে অ্যাম্বুল্যান্সে ছিলেন একজন এসি মেকানিক। তিনি অক্সিজেন সিলিন্ডারের নলটুকু পর্যন্ত খুলতে জানেন না।
মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ভুয়া ডাক্তার ও অ্যাম্বুল্যান্সের চালককে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশ অন্নপূর্ণা নার্সিংহোমের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন