
আর এই হাহাকার ঘোচানোর ম্যাচে পূর্ন শক্তি নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। সেজন্য বাংলাদেশের দুই কিংবদন্তি মাশরাফি ও আশরাফুল উইনিং কম্বিনেশন পাল্টানোর বিপক্ষে। তাদের মত গত ম্যাচের দল নিয়েই এই ম্যাচে মাঠে নামা উচিত।
অন্য দিকে টিম ম্যানেজমেন্ট চাচ্ছে আরিফুলকে ফাইনালে খেলাতে। আর তার জায়গা হতে পারে অপুর স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে কিছু বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে সাকিব। নিজে মাত্র ২ ওভার বোলিং করেছিলেন। অন্যদিকে বোলিংয়েই আনেননি অপুকে।
অন্যদিকে ভারতীয় টপ অর্ডারের রোহিত শর্মা ছাড়া অধিকাংশ ব্যাটসম্যানই বাহাতি। তাই অপুর পরিবর্তে একাদশে দেখা যেতো পারে বার বার সুযোগ পাওয়ার সম্ভাবনা গড়ে তোলা আরিফুল হক। এছাড়া একাদশে তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। বার বার ব্যাট হাতে ব্যর্থ হলেও ভারতের বিপক্ষে জ্বলে উঠার আসায় আবারো টাইগার একাদশে হয়তো জায়গা মিলবে সাব্বির রহমানের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির, সাকিব, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদীহাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন