
অকল্যান্ডে ইংলিশ্রা ব্যাট করতে নেমে নিজেদের ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ সর্বনিম্ন ৫৮ রানে অলআউট হয়েছে। কেইন উইলিয়ামসনের দৃঢ়তায় কিউইদের সংগ্রহ তিন উইকেটে ১৭৫ রান। টেস্টে স্বাগতিকরা এগিয়ে রয়েছে ১১৭ রানে।
ইংলিশ শিবিরের ৯ জন ব্যাটসম্যানই পারেননি দুই অঙ্কের কোটায় পৌঁছাতে। বলা যায় বোল্ট ও সাউদির সুইংয়ের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি ইংলিশ শিবির। তবে ক্রেইগ ওভারটনের সর্বোচ্চ ৩৩ রানের অপরাজিত ইনিংসটাই ইংলিশদের ৫৮ রান করতে সাহায্য করেছে নইলে কোথায় গিয়ে দারাতো তাদের রান সংখ্যা ভাবা যায়।
উল্লেখ্য, ১৯৫৫ সালে অকল্যান্ডেই এই ইংলিশদের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়েছিল কিউইরা। এখন পর্যন্ত সেটাই টেস্টে এক ইনিংসে কোন দলের সর্বনিম্ন সংগ্রহ।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন