
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বুধপাড়া এলাকা থেকে গাঁজা বিক্রির সময় এক মহিলাকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মতিহার থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত মহিলার নাম লাকি (৩৫)। সে বুধপাড়ার আলমগীর হোসেনের স্ত্রী।
সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বুধপাড়া এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় মতিহার থানা পুলিশ। এ সময় প্রায় এক শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
মতিহার থানার ওসি শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গাঁজাসহ আমরা একজনকে আটক করেছি। তাকে থানায় রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।’
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন