
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সলমন ওই বিষয়ে তাঁর বক্তব্য জানিয়েছিলেন।
সালমান জানিয়েছিলেন, ঘটনার দিন শ্যুটিং শেষে গাড়ি নিয়ে ঘুরছিলেন তিনি। সঙ্গে ছিলেন সেফ আলি খান, নীলম ও তব্বু। ঘুরতে ঘুরতেই ঝোপের মধ্যে পড়ে থাকা ওই কৃষ্ণসার হরিণ শাবক আবিষ্কার করেন তাঁরা।
হরিণটিকে উদ্ধার করে তিনি তাকে জল-বিস্কুট খেতে দেন বলে জানিয়েছিলেন সলমন। তিনি জানান, ভীত হরিণ শাবকটি এর পর সেখান থেকে চলেও যায়।
সালমান ওই সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ওই ঘটনা থেকেই পরবর্তী বিতর্কের সূত্রপাত। প্রসঙ্গত, সেই সময় সলমনরা ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং করছিলেন।
সালমান জানিয়েছিলেন, ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি কৃষ্ণসার হরিণকে তিনি উদ্ধার করেছিলেন।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন