
৬ এপ্রিল শুক্রবার ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জানু মিয়া (১৭) ও আব্দুস সালামের ছেলে রাজীব আহমেদ (১৮)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুল ইসলাম জানান,তারাকান্দি বাজার থেকে ওই দুই কিশোর পোলাদেশী গ্রামের বাড়ীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার স্বীকার হয় । মোটর সাইকেল চালক জানু মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং রাজীব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন