
আজ শনিবার বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিবন্ধন ফি বাবদ সাবেক শিক্ষার্থীদের এক হাজার পাঁচশত এবং দম্পতিসহ দুই হাজার পাঁচশত টাকা জমা দিতে হবে।
পাঁচ বছরের বেশি বয়সী প্রতি সন্তানের নিবন্ধন ফি বাবদ অতিরিক্ত পাঁচশত টাকা জমা দিতে হবে। এজন্য নিবন্ধন ফরম পূরণপূর্বক অগ্রণী ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় রজত জয়ন্তী উদযাপন তহবিল, সঞ্চয়ী হিসাব নং- ০২০০০১১৭৮০০৫২ নম্বরে প্রদান করা যাবে। বিকাশ এবং রকেটের মাধ্যমেও নিবন্ধনের টাকা পাঠানো যাবে বলেও জানানো হয়।
এছাড়া রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিতব্য সুভ্যেনুরে বিভাগের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে স্মৃতিচারণমূলক লেখাও আহবান করা হয়েছে। সংশ্লিষ্ট প্রয়োজনে ০১৭১৬৭৮৯৭৮৩ এবং ০১৭১২০৮৫৬০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন