
এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ বৈঠক হবার কথা ছিলো।
বিকেল ৩টায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।
সরকারের প্রতিনিধি হিসেবে ওবায়দুল কাদেরকে আন্দোলনরতদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দেয়া হয়েছে বলে আগেই জানিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
বৈঠক চলাকালীন আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রতিনিধিদলের সদস্য এপিএম সুহেল জানান, সচিবালয়ে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরছি। সবাই মনোযোগ দিয়ে শুনছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন