
সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৭ এর লে. কমান্ডার আশেকুর রহমান এবং নির্বাহী ম্যাজিট্রেট রমিজ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে জাটকা উদ্ধার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ‘এফভি সীমান্ত-১’ নামে ফিশিং ভ্যাসেলে অভিযান পরিচালনা করা হয়। অভিয়ানে গভীর সমুদ্র থেকে অবৈধভাবে জাটকা ধরে সদরঘাট এলাকায় মৎস্য গুদামে মজুদ করার প্রস্তুতির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ হাসান এবং জেলা মৎস্য দপ্তরের জরিপ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় হাজার কেজি (৬ টন) জাটকা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
উদ্ধারকৃত জাটকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন