
তিনি বলেন, নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে বাস চলাচল করে আসছিল। কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু লোক বাস চলাচলে বাধা দেয়ায় বাস মালিক ও শ্রমিক সংগঠন বুধবার বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।
এরপর এ বিষয়ে কোনো সুরাহা না হলে বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটের বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন