
প্রত্যক্ষদর্শীরা জানায়, রতন বেপারী তার ছেলে সোহানসহ স্বপরিবার উপজেলার সিংপাড়া গ্রামে শশুর বাড়ি বেড়াতে যান। শখের বর্শ্ববর্তী হয়ে সোহানের নানা ইদু ফকির তার নাতিকে খাওয়ানোর জন্য বাজার থেকে কৈ মাছ কিনে আনেন। ঘরের মানুষের অজান্তে কৈ মাছগুলোর সাথে খেলা করতে গিয়ে একটি মাছ মুখের ভেতর ঢুকিয়ে ফেলে শিশু সোহান। মাছটি জীবিত থাকায় নড়াচড়া করতে করতে আচমকা গলার ভিতরে চলে যায়। পরে সিয়ামের আর্তচিৎকারে ঘরের মানুষ এগিয়ে আসলে দেখতে পান তার গলার ভেতর কৈ মাছ আটকে আছে এবং শিশু সোহানের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে।
এ দৃশ্য দেখে সাথে সাথে সোহানকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ প্রসঙ্গে জেলার সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, জীবন্ত কৈ মাছ নিয়ে খেলা করার এক পর্যায়ে শিশু সোহানের মুখে ঢুকে কাঁটা শুদ্ধ গলায় আটকে যায়। পরে কর্তব্যরত ডাক্তার দুলাল হোসেন শিশুকে মৃত ঘোষণা করেন।
শিশু সোহানের মৃত্যুতে সিংপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন