
উক্ত আনুস্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক আনুস্থান, পোশাক খাবার এর স্টল সহ থাকবে বাংলাদেশী বৈশাখী মেলার আমেজ, পাশাপাশি এই প্রথম বাকো ওহাইও তে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে কলম্বাস ও এর আশেপাশের শহর ক্লিভল্যান্ড, ডেটন এর স্থানীয় শিল্পীরা গান ও নাচ পরিবেশন করবেন। এই প্রথমবার ওহাইওতে মুক্তিযুধধা দের সংবর্ধনা প্রদান করা হবে। এবারের এই আয়জন নিয়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া পরেছে। অনুষ্ঠানের প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫ ডলার।
স্থান সেন্টেনিয়াল হাই স্কুল, ১৪৪১ বেথেল রোড , কলম্বাস ওহাইও ৪৩২০২ , সময় বিকাল ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
সংগঠনের সভাপতি ফয়সাল আরাফাত ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রচারপত্র, ও দাওয়াত পত্রের মাধ্যমে সকলকে অনুস্থানে উপস্থিত থাকার অনুরুধ জানিয়াছেন।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন