
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান জানান, আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানোর কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু তা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
দুপুর ১২টায় রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার কথা ছিল। পরে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর পিছিয়ে ৩টা ৪০ মিনিটে করা হয়েছিল। এরপর সফর বাতিল করা হলো।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন