
মঙ্গলবার (১ মে) দুপুরে উপজেলার বড়চতুল ইউনিয়নের উপরবড়াই গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল স্থানীয় উপরবড়াই গ্রামের করিম আলী বতাইয়ের ছেলে ও সালমান একই গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, দুই কিশোরের বাবা বাড়ির পাশের হাওরে বোরো ধান কাটছিলেন। দুপুরে তাদের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। কানাইঘাট থানা সূত্র এতথ্য জানিয়েছে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন