
নিহতরা হলেন, আনোয়ারা উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে জামাল উদ্দিন (৫০) ও কর্ণফুলি উপজেলার মোহাম্মদ আলীর ছেলে মো. আবুল কালাম (৫৩)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ (শনিবার) সকাল সাড়ে আটটার দিকে নগরের চাঁন্দগাও সিএন্ডবি এলাকার টেকবাজারে দোহাজারী থেকে চট্টগ্রাম নগরের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় বুদ্ধি প্রতিবন্ধি জামাল উদ্দিন গুরুতর আহত হন। অপরদিকে সকাল পৌনে নয়টার দিকে কর্ণফুলি উপজেলার এবাদুল্লার বাড়িতে টিনের ছাউনি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শ্রমিক মো. আবুল কালাম।
পরে তাদেরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন