
জেলা প্রশসাক শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ২৫ মে থেকে গোপালভোগ, ৫ জুন থেকে রাণী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলি, ৩ জুলাই থেকে আমরুপালি, এবং ১০ জুলাই মল্লিকা ও ফজলি আম সংগ্রহের সময় নির্ধরণ করা হয়। এছাড়া ১৫ জুলাই থেকে বারি আম-৪ এবং ২৫ জুলাই আশ্বিনা আম সংগ্রহের সময় নির্ধরণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আ.স.ম. মেফতাহুল বারী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিনসহ বাগান মালিকরা।
এ সময় নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে অপরিপক্ক আম পাড়লে আইনগত ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন