
এই ম্যাচে মুশফিক-তামিম পাল্টাপাল্টি অধিনায়ক। আরেকটি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তামিমকে। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রানে ইনিংস শেষ হয় তামিমদের।
জবাবে ব্যাট করতে নেমেছে মুশফিকের দল। দলের পক্ষে ওপেন করতে নেমেছেন সৌম্য সরকার এবং আনামুল হক বিজয়। প্রথম ওভারেই আবু হায়দার রনিকে লেগ সাইডে ৪টি বাউন্ডারি হাঁকান বিজয়।
কিন্তু এরপরের ওভারেই রুবেল হোসেনের বলে বিদায় নেন তিনি। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবারও মাঠে নামে তামিম-মুশফিকের দল। সৌম্য সরকারের সাথে দ্বিতীয় উইকেটে যোগ দিয়েছেন মুশফিকুর রহীম।
তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শফিউলের বল ব্যাক্তিগত ৩২ রানে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপরেই মুশফিকের সাথে যোগ দেন মোসাদ্দেক
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন