
তার কাছে আর্জেন্টিনার চেয়ে বরং গুরুত্ব পাচ্ছে নাইজেরিয়া ম্যাচটি। প্রথম ম্যাচ বলেই নাইজেরিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন ডালিচ। সংবাদ সম্মেলনে এ ম্যাচ নিয়েই ডালিচ বলেন, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটাই আমাদের গ্রুপের পথ ঠিক করে দেবে।
আমরা একটা জার্মান দলের বিপক্ষে খেলব, নাইজেরিয়ার জার্মান কোচ তাদের খেলার পদ্ধতিটাই পরিবর্তন করে দিয়েছে। এই ম্যাচটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন হবে। আর্জেন্টিনাকে কেন হাল্কা ভাবে নিচ্ছেন তার আসল কারণটাও খোলাসা করেছেন ডালিচ। তিনি বলেন, আমার দিক থেকে আর্জেন্টিনা ম্যাচটাই সবচেয়ে সহজ হবে। কারণ আমরা ফেভারিট এক দলের বিপক্ষে খেলব যারা এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।
তাদের লিওনেল মেসির মত এক ফুটবলার রয়েছে, যিনি যেকোনো সময় বিস্ময়কর কিছু ঘটাতে সক্ষম। সে বিশ্বের সেরা ফুটবলার। আমাদের আসলে এই ম্যাচে হারানোর কিছু নেই। আমরা আমাদের সেরাটা দিতেই মাঠে নামবো। নিজেদের প্রথম ম্যাচে ১৬ জুন নাইজেরিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আর ২১ জুন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ডালিচের দল।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন