
৩১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর-থানামোড় সড়কের বাজুডাঙ্গা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শশীধরপুর গ্রামের মেহেরুল মন্ডলের স্ত্রী মেরিনা খাতুন পাখী ভ্যানে চার যাত্রী সহ যাচ্ছিল, এ অবস্থায় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ষ্টেয়ারিং ট্রলি তাদের ভ্যানকে ধাক্কা দিলে মেরিনা রাস্তায় পড়ে গেলে, ট্রলির চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দৌলতপুর থানার ডিউটি অফিসার সাহেব আলী সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বাজুডঙ্গা গ্রামের নীলচাঁদের ছেলে ঘাতক ট্রলি চালক শামীম (২৮) কে আটক করতে পারেনি পুলিশ, পরে উভয় পক্ষের লোকজন ১ লাখ ২০ হাজার টাকায় রফা হয়েছে। পুলিশ লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন