
সহস্রাধিক মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সন্ধান চালাচ্ছে সৈনিকরা।
সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, আগ্নেয়গিরি লাভার স্রোত বয়ে যাচ্ছে সাথে ছাই, শীলাও বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। লাভা স্রোতের প্রভাবে আশে পাশের গ্রামগুলো ধ্বংস হচ্ছে।
প্রায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ অগ্ন্যুৎপাতের ফলে আহত হয়েছে কয়েকশত লোক।
রাজধানী গুয়েতেমালা সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওই আগ্নেয়গিরিটি থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া ও ছাই উদগিরণ হচ্ছে। এই পরিস্থিতিকে রাষ্ট্রীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। এ ছাড়াও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
গুয়েতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিটি থেকে চলতি বছরে দ্বিতীয়বার অগ্ন্যুৎপাত হলো।
মেক্সিকো থেকে দক্ষিণের দেশ গুয়েতেমালাতে রয়েছে অনেকগুলো আগ্নেয়গিরি; রেইন ফরেস্ট আর প্রাচিন মায়া সভ্যতার নিদর্শনের জন্যও দেশটি বিখ্যাত।
মধ্য আমমিরেকার অত্যন্ত সক্রিয় এবং জীবন্ত অন্যতম একটি আগ্নেয়গিরি হচ্ছে এই ফুয়েগো।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন