
তবে এত কিছুর মধ্যেও বর্তমান ট্রান্সফার বাজারে সবচেয়ে দামী সেরা ২০ খেলোয়ারের মধ্যেই নাম নেই তর্কাতিত ভাবে বর্তমান বিশ্বের সেরা খেলোয়ার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে আছেন কারা ? এমনকি সবার আগে আছে হ্যারি কেইন। নেইমার মেসিরাও আছেন তার পেছনে। চলুন দেখে আসি।
২০. এরিকসন:- ১০৬ মিলিয়ন ইউরো
১৯. স্যামুয়েল উমিতি- ১১৫.৫ মিলিয়ন ইউরো।
১৮. সুয়ারেজ- ১২০.৪ মিলিয়ন ইউরো।
১৭. হ্যাজার্ড – ১২৪.৭ মিলিয়ন ইউরো।
১৬. জেসুস- ১৪০.৩ মিলিয়ন ইউরো।
১৫. ফিরমিনো- ১৪২.৬ মিলিয়ন ইউরো।
১৪. পগবা- ১৪৪.৯ মিলিয়ন ইউরো।
১৩. লিরয় সানে- ১৫২.২ মিলিয়ন ইউরো।
১২. কৌতিনহো- ১৫৪.৬ মিলিয়ন ইউরো।
১১. রাহিম স্টার্লিং- ১৫৫.১ মিলিয়ন ইউরো।
১০. লুকাকু- ১৬৩.৪ মিলিয়ন ইউরো।
০৯. দিবালা- ১৬৪.২ মিলিয়ন ইউরো।
০৮. গ্রিজম্যান- ১৬৪.৫ মিলিয়ন ইউরো।
০৭. ব্রুইন- ১৬৭.২ মিলিয়ন ইউরো।
০৬. ডেলে আলী – ১৭১ মিলিয়ন ইউরো।
০৫. সালাহ- ১৭১.৩ মিলিয়ন ইউরো।
০৪. মেসি- ১৮৪.২ মিলিয়ন ইউরো।
০৩. এমবাপ্পে- ১৮৬.৫ মিলিয়ন ইউরো।
০২. নেইমার- ১৯৫.৭ মিলিয়ন ইউরো।
০১. হ্যারি কেইন- ২০১.২ মিলিয়ন ইউরো।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন