
নানা জল্পনা কল্পনা শেষে নিশ্চিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ। আগের সূত্র থেকে পাওয়া ইংলিশ ক্রিকেটারই হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ।
বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে এ সপ্তাহেই প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিভ রোডস।
ক্রিকেটিয় সূত্রে জানা গেছে কিছুদিন আগে পরামর্শক হিসেবে বাংলাদেশে আসা গ্যারি কারস্টেনের সুপারিশেই রোডসকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।
স্টিভ রোডস ইংল্যান্ডের হয়ে মাত্র ১১টি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলেছেন।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন