
যে প্রচণ্ড গরম পড়েছে, তাতে করে বাইরে বের হওয়ার আগে ঘামের দুর্গন্ধ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তাই ঘার্মের সঙ্গে লড়াই করার জন্য বডি-স্প্রে, পারফিউম ব্যবহার করাটা অত্যন্ত জরুরি।
তবে অনেকেরই অভিযোগ রয়েছে, তাদের শরীরে পারফিউম নাকি বেশিক্ষণ থাকে না।
চলুন জেনে নেয়া যাক, কী করলে পারফিউমের সুগন্ধি দীর্ঘস্থায়ী হবে-
১. পারফিউমের সুগন্ধ সব থেকে বেশিক্ষণ ধরে রাখতে পারে চুল। এটা শুনে অবাক লাগলেও এটি সত্যি। তবে চুলে সরাসরি পারফিউম স্প্রে করা থেকে বিরত থাকুন। মাথা আঁচড়ানো চিরুণীতে পারফিউম স্প্রে করে এরপর সেটা দিয়ে আচঁড়ান।
২. হাতের কনুই এবং কবজিও পারফিউমের গন্ধ লাগানোর জন্য ভাল জায়গা। কারণ দেহের এই জায়গা গুলোর উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।
৩. গলার দুই পাশে পারফিউম লাগাতে পারেন। কেননা, এতে করে গন্ধ দীর্ঘস্থায়ী ও তীব্র হবে।
৪. পারফিউম লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন। এমনটা অনেকেই করেন। এটা ভুল। পারফিউমকে নিজে নিজে শুকাতে দিন।
৫. যদি সম্ভব হয় তাহলে বুকে পারফিউম স্প্রে করুন। তবে তা সরাসরি নয়, অন্তত ইঞ্চি দশেক দূর থেকে স্প্রে করুন।
৬. শরীরে ময়েশ্চারাইজার মেখে নেয়ার পর পারফিউম লাগান। এর আগে নয়। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।
৭. গোসলের পরে পারফিউম লাগানোই সবচেয়ে ভাল।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন