কিন্তু এটা বোঝাই গেছে তিনি রোনালদোর প্রতি মুগ্ধ। প্রথমার্ধের খেলা শেষে তিনি (রেফারি) পেপের কাছে রোনালদোর জার্সি চেয়েছেন। আমরা কেন এসব নিয়ে কথা বলছি? এটা একটা বিশ্বকাপ, সার্কাস নয়। ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের মার্ক গিগার। এ বিষয়ে তিনি বলেন, যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি রোনালদোর জার্সি চেয়েছি। তাহলে আমি আর এই বিশ্বকাপে কোনো ম্যাচেই দায়িত্ব পালন করবো না। আর এ ঘটনার জন্য ফিফা আমাকে যে শাস্তি দেয় তা আমি মেনে নিবো। এমন ঘটনার পর অনেকেই এ ম্যাচে রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রাশিয়া বিশ্বকাপের আগে রোনালদোর বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই গিয়েছিল। কারণ, আগের তিন বিশ্বকাপে মাত্র তিনটি গোল করেছেন এই পর্তুগাল তারকা। গত ১৫ই জুন নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইতিহাসের চতুর্থ ফুটবলার হয়ে চারটি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান তিনি।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন