
এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে এই অলরাউন্ডার, ‘আমি পুরোপুরি ধাক্কা খেয়েছি। তার সঙ্গে এমন অভিযোগ ছিল যন্ত্রণাদায়ক।’
আল জাজির বক্তব্য ছিল নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট সংখ্যক রানের জন্যে স্পট ফিক্সিং হয়েছে রাঁচিতে। সেই প্রামাণ্য চিত্রে দেখানো হয় ম্যাক্সওয়েলের ফুটেজ। অস্ট্রেলীয় এই তারকার নাম না বললেও তার ফুটেজ ব্যবহার জন্ম দেয় নানা প্রশ্নের। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাকে অভিযোগের খাতায় ফেলে দেন অনেকে। এর উত্তরে ম্যাক্সওয়েল জানান, ‘এই অভিযোগে সুখস্মৃতিগুলো ভেসে যাচ্ছিল। যার অনুভূতিটা ছিল বিধ্বংসী। অবশ্য তাতে কোনও সত্যতা নেই। পুরো বিষয়টাই পক্ষপাতমূলক। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ধ্বংসের প্রচেষ্টা ছিল পুরোপুরি নিষ্ঠুর।’
ওই টেস্টে সেঞ্চুরি করে আবেগের ভেলায় ভেসে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেই স্মৃতির কথা মনে করে ম্যাক্সওয়েল জানান, ‘আমি এখনও মনে করতে পারি সেই অনুভূতির কথা। প্রথম টেস্ট সেঞ্চুরি করে স্টিভেন স্মিথকে জড়িয়ে ধরেছিলাম।’
এমন অভিজ্ঞতা এবারই হয়নি ম্যাক্সওয়েলের। আইপিএলের সময়েও মাঠে তার আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। দুর্নীতি দমন ইউনিটের কাছে অভিযোগও করা হয়েছিল। অভিযোগের জবাবে তিনি নিজের স্বচ্ছ চরিত্রকে ফুটিয়ে তুলেছেন এভাবে, ‘আমি তাদের সঙ্গে সৎ ছিলাম। কোনও অনাকাঙ্ক্ষিত কিছু হলে তাদের সঙ্গে সব সময়ই বসে আলাপ করেছি। তাদের আশ্বাস দিয়েছি আমার কাছে এমন কিছু আসেনি।’
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন