
আগের ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া করে ৩ রানে হারের পর মাশরাফি শেষ ম্যাচে নিজেই ৫ম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে গেলেন। ২৫ বলে করলেন ৩৬ রান আর ৯ ওভার বল করে ৫৭ রানের বিনিময়ে পকেটে জমা করলেন ২ উইকেট। তিন ম্যাচের ওডিআই সিরিজে তিন ইনিংসেই বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট মাশরাফি শিকার করেন। এতো কিছুর পরও আক্ষেপটা রয়েই গেল। কারণ ২য় ম্যাচটা যদি ব্যাটসম্যানরা হেলাফেলা না করত তা হলে তো ৩-০ ব্যবধানে সিরিজ পকেটে আসত।
যা গেছে তা নিয়ে ভেবে লাভ নেই জানেন মাশরাফি। তিন ম্যাচে তামিমের ২ সেঞ্চুরি- ১ ফিফটি, সাকিবের ২ ফিফটি, মাহমুদুল্লাহর দুর্দান্ত ফিফটি সিরিজ জয় সহজ হয়েছে।
এছাড়া নিজের পারফর্মেন্সও খুশি মাশরাফি। শেষ ম্যাচে ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে ট্রফি হাতে তুলে নিয়ে হাসি মুখে উপস্থিত হলেন উপস্থাপকের মাইকের সামনে। বলেন, ‘ক্রিকেট মানসিক খেলা, আমরা ভাল খেলেছি। তবে দ্বিতীয় ম্যাচটাতে আমরা সেভাবে শেষ দিকে পারিনি। এখন আমাদের আতœবিশ্বাস বেড়ে গেছে। পুরো সিরিজে তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ দুর্দান্ত খেলেছে।’
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন